মেরুদণ্ডের এক আজব ব্যথা
ডিস্কহচ্ছে মেরুদণ্ডের দুটি কশেরুকার মধ্যবর্তী এক বিশেষ পদার্থ, যা মেরুদণ্ডেরএক হাড়কে অপর হাড় থেকে বিভক্ত রাখে। যাতে একটি আরেকটির সঙ্গে ঘর্ষণ নালাগে এবং স্প্রিংয়ের মতো কাজ করে। ডিস্কের ভেতরে থাকে নিউক্লিয়াস পালপোসাস, যা জেলির মতো নরম এবং বাইরের অংশে থাকে অ্যানুলাস ফাইব্রোসাস। জেলির মতোঅংশটি যখন বের হয়ে পাশর্্ববর্তী নার্ভ বা স্নায়ুতে চাপ দেয় তখনই ব্যথাপায়ের নিচ পর্যন্ত চলে যায়, একেই ডিস্ক প্রলাস্প বলে। কেউ কেউ একেমেরুদণ্ডের এক আজব ব্যথা বলেও আখ্যা দেন। লক্ষণ : ভারী জিনিস উত্তোলনকরতে বা...
Posted Under : Health Tips
Viewed#: 219
See details.

